ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৮১৯

২৪ ফেব্রুয়ারি জাতির সামনে সব প্রকাশ হবে 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫৩ ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

আ স ম আবদুর রব

আ স ম আবদুর রব

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সারা দেশে ১০ কোটি মানুষের ভোট ডাকাতি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ কাষ্ঠ হাসি দিয়ে বলে, জনগণ তাদের ভোট দিয়েছে। ২৪ তারিখে তাদের উলঙ্গ করে দেওয়া হবে। তাদের সব অন্যায় সেদিন জাতির সামনে প্রকাশ করা হবে।

বুধবার সন্ধ্যায় মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে সাংবাদিকদের এ কথা বলেন আ স ম আবদুর রব। 
গণশুনানি উপলক্ষে প্রস্তুতি সভা করেন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা।

আ স ম আবদুর রব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অনিয়ম’ নিয়ে ২৪ ফেব্রুয়ারি গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এ গণশুনানিতে ‘ভোট ডাকাতির’ সঙ্গে জড়িত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে না। তিনি বলেন, গণশুনানিতে নির্বাচনে অংশগ্রহণকারী সব দলকে আমন্ত্রণ জানানো হবে। সব দলকে ঐক্যফ্রন্ট চিঠি দেবে এবং ব্যক্তিগতভাবে টেলিফোনও করবে। তবে ভোট ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে না।

 আ স ম রব বলেন, ২৪ তারিখ কোথায় গণশুনানি হবে তার স্থান এখনো নির্ধারণ করা হয়নি। প্রেসক্লাব, মহানগর নাট্যমঞ্চসহ কয়েকটি স্থান নিয়ে কথা চলছে। যেখানে জায়গা পাওয়া যাবে, সেখানেই গণশুনানি হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণশুনানি চলবে।

জেএসডির সভাপতি আবদুর রব বলেন, গণশুনানিতে বিচারকের মঞ্চ থাকবে। সেখানে প্রধান বিচারপতি হিসেবে ড. কামাল হোসেন থাকবেন।